আলোচিত ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্প একনেকে অনুমোদন দেয়া হয়েছে। এই কাজ শিখতে ৩ কোটি টাকা ব্যয়ে বিদেশে প্রশিক্ষণে যাবেন ৩২ কর্মকর্তা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে শুরু হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একনেক সভায়, ১০ হাজার ৭০২ কোটি টাকা ব্যয়ে মোট ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
Drop your comments: