
খুলনা জেলার ফুলতলায় বিদেশ ফেরত এক যুবক ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রোববার শেষ রাতে ফুলতলার ডাউকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মহাসিন সরদার (৩০)। সে ঐ গ্রামের ফজলে সরদারের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, ৩ মাস আগে মহাসিন সরদার দুবাই থেকে ফিরেন। গত দু’সপ্তাহ পূর্বে প্রতিবেশী হাফিজুর সরদারের মেয়ে ও জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী তন্নী খাতুন (১৫) কে বিয়ে করে। এলাকাবাসীর ধারনা মহাসিন বিদেশ থাকা কালিন শ্বশুরবাড়ির পরিবারে দেয়া টাকা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে অভিমানে মহাসিন আত্মহত্যা করেছে।
ফুলতলা থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ এবং ময়না তদন্ত শেষে সোমবার বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Drop your comments: