April 20, 2024, 8:25 am
সর্বশেষ:
বাংলাদেশ-ইউএই কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে সম্পর্ক আরও বৈচিত্র্যময় করার আহ্বান গোয়েন্দা পুলিশের অভিযানে ১৩ জুয়াড়িকে আটক মিয়ানমার থেকে আরও ১৩ বিজিবি সদস্য বাংলাদেশে বান্দরবানের রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি: ১৭ নারীসহ ৫২ জন রিমান্ডে মোরেলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ উদযাপন শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী কালামের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত আমিরাতে কানাইঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ঈদ পুর্নমিলনী চরভদ্রাসনে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মায়ের মামলায় তার বাবাকে গ্রেফতার

স্বর্ণদ্বীপে আটক ৪৭ রোহিঙ্গাকে ভাসানচর ক্যাম্প অফিসে সোপর্দ

  • Last update: Wednesday, October 6, 2021

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপে আটক ৪৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করে ভাসানচর ক্যাম্প অফিসে সোপর্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ ঘটনায় ভাসানরচর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ১০জন পুরুষ,১২জন মহিলা ও ২৫জন শিশু রয়েছে। তারা আব্দুল হামিদ (৩২), মহছেনা (২৮) জান্নাতআরা (১১) ইসমত আরা ( ৬) সাদিয়া আক্তার (৪) শওকতআরা (৯ মাস) সোনা আহাম্মদ (২৯) মো.ওসমান (৯) নুরু বেগম (৩০) সেনোয়ারা (২০) মিনু য়ারা (৩) সামছু আলম (৩৫) নজরুল ইসলাম (৩০) আয়েশা বেগম (২৯) আব্দুল্লাহ (৮) আব্দুর রহমান (৬) জান্নাতুল ফেরদৌস (৩) শাহানা (১৭) মো.জাহিদ হোসেন (২৭) নুরু বেগম (২২) মো.হামিদ হোসেন (৯) মো.কামাল হোসেন (৮) আছমা বিবি (৪) রিশমা বিবি (৩) রুপবাহান (৬৩) আমির হোসেন (৩০) নবীন সোনা (২৮) সৈয়দ নুর (১০) পারভিন আক্তার (৭) তসমিন আরা (৫) জয়নাল (৩২) মরজিনা (৩০) পারভিন আক্তার (২০) ইমমান হোসেন মাহমুদ (১২) মো.নয়ন (১৩) আছমা (৭) তাসকিন (২) রহমত উল্যা (৩৫) রুজিনা (২৫) মো.আলী (১৯) সহ ৪৭জন রোহিঙ্গা।

বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কোস্টগার্ডের একদল সদস্য তাদেরকে ভাসানচর ক্যাম্প অফিসে সোপর্দ করে। এর আগে, গতকাল মঙ্গলবার সকালের দিকে তাদেরকে স্বর্ণদ্বীপে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে অবহিত করে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ৪৭ রোহিঙ্গাকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প অফিসে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেন।

এসপি আরো জানান, গত ৩ অক্টোবর ভাসানচর আশ্রয়ন প্রকল্প-৩ থেকে রোহিঙ্গা ৪৭জন রোহিঙ্গা নাগরিক পালিয়ে যাওয়ার সময় হাতিয়ার স্বর্ণদ্বীপ নামক স্থানে পৌঁছলে পলায়নে সহায়তাকারী বোট মাঝি মল্লা পলায়নকৃত রোহিঙ্গাদেও রেখে চলে যায়। পরবর্তীতে গতকাল মঙ্গলবার ৪৭ জন রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটকে আছে বলে সংবাদ পাওয়া যায়। তারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য বের হলে বোটের মাঝি কৌশলে তাদের সেখানে নামিয়ে দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে তাদেরকে আটক করে ট্রিপলআরসি অফিসে নিয়ে আসা হয়।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC