খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আহ্বান

বেনাপোল প্রতিনিধি: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

শনিবার তিনি বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা আজ দেশের কোটি মানুষের প্রার্থনা। এ মুহূর্তে আমাদের প্রথম দায়িত্ব—বেগম জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এবং তাঁর নির্বাচনী এলাকায় যশোর শার্শা সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর পাওয়া মাত্রই তিনি যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। যাত্রাপথেই তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তায় দোয়া প্রার্থনা জানান।

তিনি আরও বলেন, দেশনেত্রীর রোগমুক্তি কামনায় সবাইকে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার অনুরোধ করছি। তাঁর সুস্থতা আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *