কর সংক্রান্ত গুরুতর আইন লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ও দফতরবিহীন মন্ত্রী নাদিম জাহাবীকে বরখাস্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। খবর বিবিসির।
স্যার লরি ম্যাগনাসের নেতৃত্বে তদন্তে উঠে আসে, লিজ ট্রাসের পর ঋষি সুনাকের মন্ত্রিসভায় নিযুক্ত হন নাদিম জাহাবী। ওই সময় ব্রিটিশ কাস্টমস কর্তৃপক্ষকে (এইচএমআরসি) জরিমানা দিয়েছিলেন তিনি। যা তিনি তখন প্রকাশ করেননি, যেটি কিনা মন্ত্রিত্ব কোডের লঙ্ঘন।
মূলত, চ্যান্সেলর থাকা অবস্থায় আয়কর না দেয়ায় এইচএমআরসির কাছে জরিমানা দিয়েছিলেন নাদিম জাহাবী। কর সংক্রান্ত বিষয়টি কীভাবে সমাধান করেছিলেন, তা ব্যাখ্যা দিতে কঠোর চাপে ছিলেন তিনি। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন ঋষি সুনাক।
তদন্ত শেষ হওয়ার পর নাদিম জাহাবীকে এক চিঠিতে ঋষি সুনাক বলেন, তিনি স্পষ্টভাবে মন্ত্রিত্বের কোড গুরুতর লঙ্ঘন করেছেন। আর সরকার থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে।