দেশের কৃষির অগ্রগতি ধরে রাখতে হবে, যেন মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি না হয়। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরও বলেন, এসডিজি অর্জনে কাজ করছে বাংলাদেশ। কিন্তু করোনার কারণে সরকারের গৃহীত কার্যক্রমগুলো কিছুটা পিছিয়ে গেছে। এই আবস্থায় দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষি-অগ্রগতি ধরে রাখতে সবাইকে কাজ করার নির্দেশও দিয়েছেন তিনি। জানিয়েছেন, বর্তমান সরকারের আমলেই কৃষি উপকরণ সহজলভ্য হয়েছে। কৃষকের নাগালে এসেছে সারের দাম।
এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ৭টি প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়। পরিকল্পনা কমিশন জানায়, আমার বাড়ি আমার খামার প্রকল্প ৪র্থবার সংশোধন হচ্ছে। তবে ব্যয় কমছে ১২৫ কোটি টাকা।
অন্যদিকে, স্কুল, কলেজ, মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনে ৯৩৮ কোটি টাকার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে একনেকে।