April 18, 2024, 7:29 pm
সর্বশেষ:
বান্দরবানের রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি: ১৭ নারীসহ ৫২ জন রিমান্ডে মোরেলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ উদযাপন শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী কালামের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত আমিরাতে কানাইঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ঈদ পুর্নমিলনী চরভদ্রাসনে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মায়ের মামলায় তার বাবাকে গ্রেফতার বান্দরবানে পর্যটকের খরা, হতাশ ব্যবসায়ীরা সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদ জামাত অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুরে তালতলায় ইট ভাটায় গাড়ি ভাংচুর ও হামলায় আহত ৫

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দোষী সাব্যস্ত

  • Last update: Tuesday, July 28, 2020

অর্থ আত্মসাৎ মামলায় দোষী সাব্যস্ত হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। মঙ্গলবার কুয়ালালামপুর আদালতে তার বিরূদ্ধে আনা ৭টি অভিযোগই প্রমাণিত হয়।

আদালতে এদিন নাজিবের ছেলেমেয়েরা উপস্থিত থাকলেও তার স্ত্রীকে দেখা যায়নি।

বিচারপতি মোহাম্মদ নাজিয়ান মোহাম্মদ গাজালি দেন এই রায়। বলেন, সন্দেহাতীতভাবে সাবেক প্রধানমন্ত্রীর বিরূদ্ধে সরকারি বিনিয়োগ খাত থেকে ৫৫০ মিলিয়ন ডলার সরানোর অভিযোগ প্রমাণিত হয়েছে।

‘ওয়ান এম ডিবি’ নামে পরিচিত দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতির ঘটনায় অভিযুক্ত ৬৭ বছরের নাজিব সব অপরাধ অস্বীকার করেন। বলেন, রাজনৈতিক স্বার্থে তার বিরূদ্ধে বিশ্বাসভঙ্গ, অর্থ জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিলো। আরও জানান, অর্থনৈতিক উপদেষ্টা ঝো লো তাকে বিপথগামী করেছে। রায়ের বিরূদ্ধে তিনি আপিল করবেন। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ১৫ থেকে ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

উল্লেখ্য, গত মে মাসে নির্বাচনে পরাজয়ের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তিনি আগেই সব ধরনের অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। ওই সময় জানান, বিচারে দোষী সাব্যস্ত হলে আপিল করবেন। নাজিব ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

এই শুনানির সব সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করে আমি দেখেছি প্রসিকিউশন সফলভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে, মন্তব্য করে বিচারক মোহাম্মদ গাজালী বলেন, তিনি ক্ষমতার অপব্যবহার করে এসব কাজ করেছেন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC