কুড়িগ্রামে পাম্প নিয়ে সংঘর্ষে কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম উলিপুরে সেচ পাম্প নিয়ে সংঘর্ষের জেরে কৃষক আব্দুর রহিম (৪৭) কে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়া জোলাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত আব্দুর রহিম ওই এলাকার মফিজল হকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, আব্দুর রহিমের সাথে দীর্ঘদিন যাবৎ সেচ পাম্প নিয়ে ছাদেকুল ইসলামের বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা শনিবার সকাল ৯টায় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আব্দুর রহিমের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে, আব্দুর রহিমের ছোট ভাই রাজু মিয়া অভিযুক্তদের গালিগালাজ করতে নিষেধ করায় তাকে অবরুদ্ধ করে এলোপাতারিভাবে মারধর করে। এই সময় আব্দুর রহিম, তার স্ত্রী ও মা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। ছাদেকুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহিমের মাথায় কোপ মেরে গুরুত্বর আহত করলে তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে উলিপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উলিপুরে কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টার বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে দ্রত আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Share: