ছিনতাই চুরি-ডাকাতি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং চাঁন গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে মোহাম্মদপুরের বেড়িবাঁধ রোডস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ভেতরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, শাকিল ( ১৩), আরিফ (১৩), রাব্বি (১২)। এসময় তিনটি ছুরি জব্দ করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাং চাঁন গ্রুপের সদস্য । তবে, চাঁন গ্রুপের প্রধান এখন কারাগারে রয়েছে। সে জেল থেকে ছিনতাই চুরি পাড়া মহল্লায় মারামারিসহ নানা অপকর্মের ইন্ধন দিয়ে আসছে।
তিনি আরও বলেন, তারা একাধিক সদস্য একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষকে তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে টাকা স্বর্ণ, মোবাইল এবং মূল্যবান সামগ্রী কেড়ে নিয়ে পালিয়ে যেতো। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রতিনিয়ত মনিটরিং রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।