আবু তালহা, সিরাজগঞ্জপ্রতিনিধিঃ সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের নবীন শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার (১৬ই মার্চ) এই নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অভিভাবক সমাবেশ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অভিভাবক সমাবেশ উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।
সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজে নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অভিভাবক সমাবেশ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেখ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (পুরুষ) সেলিম রেজা সেলিম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) সম্পা রহমান,৩নং জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকবুল হোসেন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ভাস্কর কুমার ভট্টাচার্য্য, শিক্ষক পরিষদের সম্পাদক সাইফুল ইসলাম,সরকারি হাজী কোরোপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।
এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ কামারখন্দ উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
এছাড়াও আলোচনা পর্ব শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।