আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে একটি বিস্ফোরণে বেশ কয়েকজন বেসামরিক নিহত হয়েছেন বলে তালেবানের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। বিস্ফোরণে অনেকে আহতও হয়েছেন বলে জানা গেছে।
কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে রোববার বিস্ফোরণ ঘটেছে। ওই মসজিদে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য আয়োজিত স্মরণসভার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ব্যাপারে মসজিদের পার্শ্ববর্তী এক দোকানের মালিক আব্দুল্লাহ জানান, ঈদগাহ মসজিদের কাছে বিস্ফোরণের শব্দের পাশাপাশি তিনি গুলিও শব্দও শুনেছেন।
তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
Drop your comments: