করোনা নিয়ন্ত্রণে বিয়ে বা যেকোনো অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা সংক্রমণ যে হারে বাড়ছে তাকে আশঙ্কাজনক বলেছেন তিনি।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ডিসি সম্মেলনের শেষ দিনের বৈঠক শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জানান, অমিক্রন নিয়ন্ত্রণে যে বিধিনিষেধ দেয়া হয়েছে তা বাস্তবায়নে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে তাদের কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। পোর্টে স্ক্রিনিং যেন সঠিকভাবে হয় এবং কোয়ারেন্টাইন যেন পুরোপুরি মানা হয় তা তদারকি করবেন জেলা প্রশাসকরা। অর্থনীতির চাকা সচল রাখতে হলে করোনা নিয়ন্ত্রণে রাখতে হবে। করোনা চিকিৎসায় সরকার আগের চেয়ে সক্ষম হলেও অর্থনীতির চাকা সচল রাখতে হলে করোনা নিয়ন্ত্রণের বিকল্প নেই।
Drop your comments: