সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি বরখাস্ত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপের এখনও সাক্ষাত পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি। তাই, তৃতীয়বারের মতো সময়ের আবেদন করেছেন তদন্ত কমিটি। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় তদন্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান, তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, ‘মেজর সিনহা নিহতের ঘটনার তদন্ত কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করতে পেরেছিলাম। গত ১৯ আগস্ট ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত তারিখও ছিল। কিন্তু মাননীয় আদালতের নির্দেশক্রমে মামলার তদন্তকর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়ে যান। সেই থেকে আমরা চেষ্টা করে আসছি প্রদীপের সঙ্গে সাক্ষাতের। কিন্তু, সম্ভব হয়নি। বিষয়টি দুই বার আমরা আদালতকে জানিয়েছি। গত ২৭ তারিখেও আমরা একটি আবেদন করেছিলাম, আদালত সেটি নথিভুক্ত করেছে।’
এই তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘আগামী ৩১ আগস্ট আমাদের বর্ধিত সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। একইভাবে ওসি প্রদীপেরও রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষ হচ্ছে। তাই আমরা সভা করে আরও সময়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি আমাদের সময় বৃদ্ধি করে দেয়, তাহলে আগামী ১ সেপ্টেম্বর ওসি প্রদীপের সাক্ষাত পাবো।’
এর আগে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে জরুরি সভা করেন মেজর সিনহা নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটি।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।