জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চীনে শুরু হয়েছে ১৯তম এশিয়ান গেমস। এবারের গেমসে অংশগ্রহণ করতে আজ বৃহস্পতিবার ২৮ তারিখ রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ পুরুষ ও নারী কাবাডি দল।
চীনের জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে আগামী ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে কাবাডি প্রতিযোগিতা।
গতকাল বুধবার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে কাবাডি দলের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম(বার),পিপিএম।
এ সময় তিনি বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। আমরা বাংলাদেশের পতাকা বহন করবো। শৃঙ্খলার মধ্যে থেকে টিম ওয়ার্কের মাধ্যমে আমরা মেডেলের জন্যই লড়াই করবো। এশিয়ান গেমসে আমাদের মেডেল পুরুদ্ধার করতে চাই।
গত শনিবার (২৩ সেপ্টেম্বর) পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় ১৯ তম এশিয়ান গেমসের উদ্বোধন ঘোষণা করেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।
একনজরে বাংলাদেশ কাবাডি দল:
পুরুষ দল: মোহাম্মদ তুহিন তরফদার(অধিনায়ক), মো: মিজানুর রহমান(সহ-অধিনায়ক), মো: সবুজ মিয়া, মোহাম্মদ নাসির উদ্দিন, মো: রোমান হোসেন, মো: আরিফ রব্বানি, মনিরুল চৌধুরী, মো: রাসেল হাসান, শাহ মোহাম্মেদ শাহান, মো: রাজিব আহমেদ, আল আমিন, মো: লিটন আলী,
নারী দল: হাফিজা আক্তার (অধিনায়ক), মোছাঃ স্মৃতি আক্তার (সহ-অধিনায়ক) বৃষ্টি বিশ্বাস, নবর্ষি চাকমা, লাকী আক্তার, তাহরিম, মেবি চাকমা, রেখা আক্তারি, আঞ্জুয়ারা রাত্রি, স্মৃতি আক্তার, রুপালি আক্তার, লোবা আক্তার।