অফলাইনে ভিডিও দেখার জন্য বর্তমানে নিজেদের মোবাইল অ্যাপে ভিডিও ডাউনলোড সুবিধা রেখেছে ইউটিউব। তবে ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই ডেস্কটপ বা ল্যাপটপে এ সুবিধা প্রদানের দাবি করে আসছিলেন।
অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। নিজেদের ডেস্কটপ সংস্করণের জন্য ডাউনলোড সুবিধা আনতে যাচ্ছে ইউটিউব। এ বিষয়ে ইতোমধ্যে পরীক্ষাও চালাচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমটি। বর্তমানে প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলক ফিচার হিসাবে ডাউনলোড বাটন পাচ্ছেন।
এক প্রতিবেদনে বলা হয়, কোনো ভিডিও দেখার সময় ডাউনলোড বাটনে ক্লিক করলে সেটি অফলাইন ইউটিউব লাইব্রেরিতে যোগ হচ্ছে। এরপর ইন্টারনেট না থাকলেও ব্যবহারকারীরা সেই ভিডিও দেখতে পাবেন। প্রাথমিকভাবে ক্রোম ও সাফারি ব্রাউজারে মিলছে সুবিধাটি।
Drop your comments: