নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে এবার শিল্প নগরী ও লেবার এরিয়াতে খুলে দেওয়া হয়েছে মসজিদ।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে মসজিদের ধারণক্ষমতার ৩০ শতাংশ মুসল্লির নামাজের অনুমতি সাপেক্ষে আজ থেকে শিল্প নগরীর সকল মসজিদ খুলে দেওয়া হলো। ১ জুলাই থেকে শিল্প নগরী ছাড়া খুলে দেওয়া হয়েছিল অন্যান্য সকল মসজিদ। মসজিদ চালু হলেও মানতে হচ্ছে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির নিয়ম। তবে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত জুমার নামাজের স্থগিতাদেশ বহা রয়েছ।
এদিকে করোনাভাইরাসের কারণে ১৬ মার্চ ‘ দ্য জেনারেল অথরিট অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাওমেন্টসের ঘোষণা মোতাবেক বন্ধ রাখা হয় দেশটির সব মসজিদ। মসজিদ চালুর ক্ষেত্রে নতুন নিয়ম সব মুসল্লিকে মেনে চলতে হবে। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক।
প্রতি দুই সারির মধ্যে একটি ফাঁকা সারি রাখতে হবে। প্রতি দুই ব্যক্তির মধ্যে ১.৫ মিটার ফাঁক রাখতে হবে। মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক। নামাজের জন্য মুসল্লা বা নামাজের চাদর বাসা থেকে নিয়ে আসতে হবে।
সামজিক দূরত্ব বজায় রেখে সালাম দিতে হবে। নামাযের আগে বা পরে জটলা এড়িয়ে চলতে হবে। এক জামাত শেষ হয়ে গেলে দ্বিতীয় জামাত করা যাবে না। ফরজ নামাজ শেষ হওয়া মাত্র মসজিদ ত্যাগ করতে হবে।
অসুস্থ ব্যক্তি বা করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিলেন এমন কেউ মসজিদে প্রবেশ নিষেধ।