এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণ: চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেল ৩২ শিক্ষার্থী, ফেল থেকে পাস ৩৯৩

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩৯৩ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে ৩২ জন। সব মিলিয়ে ১ হাজার ২৩৬ পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ ফল প্রকাশ করে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, এবার পুনঃনিরীক্ষণের জন্য ২৮ হাজার ৩৪১ পরীক্ষার্থী মোট ১ লাখ ১০ হাজার ২২৯টি উত্তরপত্র চ্যালেঞ্জ করেন। এর মধ্যে ১ হাজার ২৩৬টি উত্তরপত্রে পরিবর্তন আসে।
এর মধ্যে, ফেল থেকে পাস করেছে ৩৯৩ জন, নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন, ১০ শিক্ষার্থীর একাধিক বিষয়ে ফল পরিবর্তন হয়েছে।

গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

চট্টগ্রাম বোর্ডে চলতি বছর ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী এইচএসসিতে অংশ নেয়। পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন।
বিভাগভিত্তিক পাসের হার: বিজ্ঞান বিভাগ: ৭৮.৭৫%, ব্যবসায় শিক্ষা বিভাগ: ৫৫.৩০%, মানবিক বিভাগ: ৩৭.০৮%

গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে বলে জানায় বোর্ড।

Facebook Comments Box
Share: