ইয়াবা ও ছোরাসহ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে আটক করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে তাকে উপজেলা সদর থেকে আটক করা হয়।
আটক মামুন উপজেলা সদরের পুরান তুফখানা এলাকার বাসিন্দা আমজাদ হোসেন খান নানুর ছেলে।জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশ সোমবার মধ্যরাতে বানিয়াচং উপজেলা সদরে অভিযান চালায়। এ সময় স্থানীয় বাজারে একটি ফার্নিচারের দোকান থেকে মামুনকে আটক করা হয়।
মামুনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ও একটি বড় ছোরা এবং দুই হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
Drop your comments: