তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর কোর্ট এলাকা থেকে ১৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নাসির মিয়া(৪০) নামে ১জনকে আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ডিবি তার গোপন সোর্সের মাধ্যমে জানতে পারে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিল্ডিংয়ের পাশে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজগামী রাস্তায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে সকাল অনুমান সাড়ে দশ টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল সদর কোর্টের সামনে থেকে আসামি নাসির মিয়াকে আটক করে।
এসময় আসামিকে তল্লাশি করে তার হাতে থাকা একটি ছোট শপিং ব্যাগের ভেতর থাকা একটি ডার্বি সিগারেটের প্যাকেটের ভেতর প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা।
আসামি নাসির মিয়াকে জিজ্ঞাসাবাদে সে জানায়, জনৈক রজব মিয়া নামের এক ব্যক্তি তাকে ইয়াবা ট্যাবলেটগুলো সরবরাহ করেছে। আটককৃত আসামি নাসির মিয়া ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রির উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারে নিয়ে আসে।
এই ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অন্য দিকে পলাতক আসামি রজব মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযান চলমান।