আজিজুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ৩জুন(বৃহস্পতিবার) দুপুর ২টায় উপজেলা হল রুম মিলনায়তনে উপজেলা যুবলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন এর সভপাতিত্বে যুগ্ন-আহবায়ক কামরুল ইসলাম এবং জানে আলম জনির পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু।এ সময় আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র আহবায়ক মেহেদী হাসান সামীম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ শাহ্ সুলতান রাহাত,আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের সদস্য সাজ্জাদ হোসেন পিকুল এবং ছাত্র লীগের তৌকির আহমেদ ডালিমসহ উপজেলার সকল ইউনিয়ন যুবলীগের সভাপতি সম্পাদক।
সভায় জেলা যুবলীগের আহবায়ক সাবেক রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি জিয়াউল হাসান মিঠু বলেন, আগামী ৫ জুলাই যুবলীগের কমিটি ঘোষণা করা হবে।উপজেলা যুবলীগের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।