March 29, 2024, 2:38 am

প্রবাসীদের প্রণোদনা বৃদ্ধি হয়নি, দুই শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব

  • Last update: Thursday, June 3, 2021

ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধিতে সংশ্লিষ্ট ব্যাংক সমূহে বিশেষ প্যাকেজ কর্মসূচি চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। তবে প্রণোদনা বৃদ্ধির কথা আলোচনায় থাকলেও তা করা হয় নি।

বৃহস্পতিবার (৩ জুন) চলতি ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশেষ প্যাকেজ কর্মসূচি চালুর উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী।

প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি শিরোনামে বলা হয়, ‘চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত প্রবাসী আয় এসেছে ২২ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৪০ দশমিক ১ শতাংশ।

মূলত প্রধানমন্ত্রী ঘোষিত প্রবাসীদের পাঠানো টাকার উপর ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখা এবং অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজীকরণ করার ফলে প্রবাসী আয়ের ক্ষেত্রে এ ঈর্ষণীয় প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

করোনা মহামারিকালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে রফতানি বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে অনিশ্চয়তার মাঝেও প্রবাসী আয়ের অভাবনীয় সাফল্য স্বস্তির মধ্যে রেখেছে।

সামগ্রিক বাস্তবতা এবং বৈধ পন্থায় রেমিট্যান্স প্রেরণকে উৎসাহিত করতে আগামী অর্থবছরে এ খাতে দুই শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC