ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা ২৪ জুন বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২.৩০ টার সময় আসামী পাখি ফকির পাকিস্তান(৩৮), পিতা- মৃত সেকেন্দার ফকির,কুচিয়া গ্রাম কালু মিয়ার পুকুর পাড়ের পূর্ব পাশে অবস্থান কালে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এসআই (নিঃ) আঃ আজিজ, এসআই (নিঃ) মুনজুর আহমেদ, এএসআই (নিঃ) নেছার উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ কুচিয়া গ্রামে অভিযান চালিয়ে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ ৫ বছরের জিআর সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় ১০ নং মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারনীর ক্রমিক নং- ১৯ (ক) দায়ের করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।