April 25, 2024, 6:43 pm

আগামী সপ্তাহে বিদেশগামীদের টিকার নিবন্ধন শুরু হবেঃ প্রবাসী মন্ত্রী

  • Last update: Thursday, June 24, 2021

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. ইমরান আহমদ এমপি বলেছেন, বিদেশগামী কর্মীদের ভ্যাকসিন প্রাপ্তিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রবাসী কর্মীদের জন্য ফাইজার ভ্যাকসিন পাওয়া গেলে ফলাও করে প্রচার করা হবে। বিদেশগামী কর্মীদের করোনা ভ্যাকসিনের নিবন্ধন করতে এন আই ডি লাগবে না।

প্রবাসী মন্ত্রী বলেন, পাসপোর্ট ও বিএমইটি’র নিবন্ধন কার্ড দিয়েই ভ্যাকসিনের নিবন্ধন করা যাবে। আগামী সপ্তাহের মধ্যেই এন আই ডি’ ব্যতীত বিদেশগামীদের ভ্যাকসিনের নিবন্ধন কার্যক্রম শুরু করা যাবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে করোনা ভ্যাকসিন দেয়া বা নিবন্ধন করার কোনো সুযোগ নেই। বি-বাড়িয়া হাসপাতালের সিভিল সার্জন ডা: একরাম উল্লাহ প্রবাসী মন্ত্রণালয় থেকে বিদেশগামী কর্মীদের করোনা টিকার রেজিষ্ট্রেশন করার যে সার্কুলার জারি করেছেন তা’ মিথ্যা ও বানোয়াট। এ ধরনের সার্কুলার জারি করার এখতিয়ার বি-বাড়িয়ার সিভিল সার্জনের নেই। এতে বিদেশগামী কর্মীরা বিভ্রান্ত হয়ে প্রবাসী ভবনে জড়ো হয়ে হয়রানির শিকার হচ্ছে।

আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বিতীয় তলায় মন্ত্রী ইমরান আহমদ এসব কথা বলেন।

এছাড়া সকালে করোনা ভ্যাকসিনের নিবন্ধনের দাবিতে বিভিন্ন জেলা থেকে শত শত বিদেশগামী কর্মী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন। পরে প্রবাসী সচিব ড. আহমদ মনিরুছ সালেহীন ও বিএমইডি’র ডিজি মো. শহিদুল আলম আগত বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে বলেন, এন আই ডি ছাড়াই শুধু পাসপোর্ট ও স্মার্ট কার্ড দিয়েই আগামী এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের নিবন্ধন কার্যক্রম শুরু করা যাবে। বিদেশগামী কর্মীদের করোনা ভ্যাকসিন প্রদানের জন্য সরকারের উচ্চ পর্যায়ে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এসময়ে বিদেশগামী কর্মীরা করোনা টিকার দাবিতে শ্লোগান দিতে থাকে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC