আজিজুর রহমান দুলাল: আলফাডাঙ্গা থানার বানা ইউনিয়নের কোনাগ্রামের বাসিন্দা মৃত্যু আকরাম মোল্লার পুত্র ইকরাম মোল্লা (৪৩)কে আলফাডাঙ্গা থানার তথ্যের ভিত্তিতে প্রযুক্তির মাধ্যমে ঢাকার RAB-3 কর্তৃক গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার (২ জুন) সকাল ১১ টায় আলফাডাঙ্গা থানার এসআই ইউনুস আলী বিশ্বাসের নেতৃত্বে একটি টিম ঢাকার RAB-3 এর নিকট থেকে গ্রহণ করে। প্রায় একযুগ আগে আলোচিত শহিদুল ইসলামকে খুনসহ ডাকাতির ঘটনার মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি এই ইকতার মোল্লা।
আলফাডাঙ্গা থানার পাচুরিয়া ইউনিয়নের চর নারান্দিয়া – ধুলজুড়ি রোডে শহিদুল ইসলামের গলাকেটে তার লাশ রাস্তার পাশে ফেলে রেখে তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।
উক্ত আসামি গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন সময়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় রিক্সা ও ভ্যান গাড়ি চালিয়ে একেক সময় একেক এলাকায় গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপন করে থাকে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের জানান, ঢাকার RAB-3 একটি চৌকস টিম তাকে ঢাকার কদমতলী থেকে গ্রেফতার করে।৷ আসামি বর্তমানে আলফাডাঙ্গা থানার হেফাজতে আছে। আগামীকাল সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।