আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় “স্মার্টভূমি সেবা সপ্তাহের” সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮মে) সকাল ১০টায় উপজেলা হলরুমে “স্মার্টভূমি সেবা সপ্তাহের” সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি রজত বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা,গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম,বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, বানা ইউপির চেয়ারম্যান হারুনর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান , উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, থানা অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের, প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সেবাগ্রহীতা ভূমি মালিক ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ জনগণকে ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়।
“’স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ পালিত হয়।
ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় খুব শীঘ্রই জমি রেজিস্ট্রেশনের পরপরই স্বাভাবিক প্রক্রিয়ায় নামজারী ও খারিজ কার্যক্রম সম্পন্ন হবে বলে অতিথিবৃন্দ জানিয়েছেন।
২৮ দিনে মিউটেশন পাওয়ার কথা থাকলেও ১৫ দিনের মধ্যে মিউটেশনে কাজ শেষ হয়েছে এমন কয়েকজনের হাতে মিউটেশানের কাগজপত্র তুলে দেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ। এবং সবশেষে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে কুইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।