আজিজুর রহমান দুলালঃ বৃষ্টি না হওয়ায় তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ। এতে করে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বেশি কষ্টে আছেন জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ, এবং কৃষকের ফসলি জমি। এ দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য আজ সোমবার ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় মহান আল্লাহর দরবারে এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য দুই রাকাত ইসতিসকার বিশেষ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
সোমবার ২৯ এপ্রিল সকাল ৯টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পাশে হেলিপোর্ট মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয়। নামাজে ইমামতি করেন মওলানা আবুল কাসেম সাহেবের পুত্র মওলানা ফরিদুর রহমান ফারুক ও দোয়া প্রার্থনা করেন কারি আব্দুর রহমান, সুফার শিয়ালদি মাদ্রাসা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামে মসজিদের ইমাম কুতুবউদ্দিন আহমেদ, থানা মসজিদের ইমাম আব্দুর রহমান, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা এ নামাজে অংশ নেন। মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা কান্নায় ভেঙে পড়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এ অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য।
বৃষ্টি না হওয়ায় নদীনালা, খাল-বিল শুকিয়ে গেছে। পানির অভাবে ফসলের খেত ফেটে চৌচির। পানির জন্য সর্বত্র হাহাকার অবস্থা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর দরবারে দুই রাকাত ইসতিসকার বিশেষ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।