May 11, 2024, 6:44 pm
সর্বশেষ:
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার দাবির প্রতীকী ভোটে প্রস্তাব পাস চট্টগ্রামের লোহাগাড়ায় যুবদল নেতা মুসলিম উদ্দিন গ্রেপ্তার বান্দরবানে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বীজ ও সার বিতরণ উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ সাতকানিয়ার রাজিয়া হত্যার প্রধান আসামী ফারুখ র‌্যাবের হাতে গ্রেফতার মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি

আলফাডাঙ্গায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • Last update: Saturday, February 25, 2023

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় সারা দেশের ন্যায় খামারিদের উদ্বুদ্ধ করতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রশাসন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি)সকাল ৯টা থেকে বিকাল দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

প্রদর্শনী মেলায় প্রায় ৩৫টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।

পরে বিকাল ৫টার দিকে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে ৪টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রদর্শনী মেলার সমাপ্ত হয়। এর আগে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফরিদপুর-১ এর সংসদ সদস্য মনজুর হোসেন (বুলবুল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এমপির সহধর্মিণী সেলিনা আক্তার, সাবেক পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পৌর মেয়র মোঃ আলী আকসাদ ঝন্টু, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের,কৃষিবিদ কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা, যুব কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ভবেন বাইন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দর আলম,দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আজিজুর রহমান,সমকালে প্রতিনিধি ইকবাল হোসেন,সাংবাদিক মিয়া রাকিবুল উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সুফলভোগী খামারি এসোসিয়েশনের সহ-সভাপতি মো.সাজ্জাদ হোসেন দুলাল প্রমুখ।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC