নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় প্রায় ৩৮ হাজার মানুষের শীরের করোনা টেস্টের পর ৩৯২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে, ১ জন মৃত্যুবরণ করেছেন ও ৬৬১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ রোববার (২০ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৪৯২৫ জন, মৃত্যুবরণ করেছেন ৩০২ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৩২৪১৫ জন।
এদিকে আমিরাতের বানিজ্য নগরী দুবাইয়ে ১২ বছরের নিচে শিশুদের ও ৬০ ঊর্ধ্ব বয়স্কদের শপিং মল, বিচ ও পার্কে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
চলতি সপ্তাহে স্থানীয় প্রশাসন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয়। আগামী ২৩ জুন থেকে তা কার্যকর হবে। তবে মাস্ক, গ্লাভস ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মলের ভেতর অন্তত দুই মিটার দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Drop your comments: