আমিরাতে গার্মেন্টস ও জুয়েলারি পণ্যের মেলা অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি পণ্যের চাহিদা অনুযায়ী বাজারজাত করতে পারলে বাণিজ্যিক অবস্থান আরও দৃঢ় হওয়ার সঙ্গে সম্ভাবনা দেখছেন দেশটিতে বসবাসরত প্রবাসী নারী উদ্যোক্তারা।

শারজায় নারী উদ্যোক্তার উদ্যোগে শপিং মেলায় এসব কথা বলেন আয়োজক ও অতিথিরা৷ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন।

বিভিন্ন প্রকার দেশীয় পণ্য ও জুয়েলারি স্টল নিয়ে ছিলেন মেলার প্রধান উদ্যোক্তা সাবিনা সুলতানা, পারভীন আক্তার জলি, নাসরিন সুলতানা, রোকসানা সাঈদ, ফেরদৌসী আক্তার তুহিন, শাহীনা আকতার, সাহিদা আফরিন সেযুথী। খাদ্যসামগ্রী নিয়ে ছিলেন, সুলতানা বিলকিস, মীনা কবির, রাবেয়া খাতুন ও উম্মে কুলসুম।

আয়োজকেরা বলেন, ‘আমরা সময়কে কাজে লাগিয়ে আর্থিক স্বচ্ছতার পাশাপাশি বাণিজ্যিক প্রসারের কাজ করে যাচ্ছি৷ সময়কে মূল্য দেওয়ার মাধ্যমে অনেক গৃহবধূ প্রবাসে স্বাবলম্বী হয়ে উঠেছেন৷ নিজেদের মেধা ও শ্রমের বিনিময়ে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীরা অনলাইন ও অফলাইনে নিজের মতো করে ব্যবসা করে যাচ্ছেন৷’

ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় প্রাথমিকভাবে স্বল্প পরিসরে ব্যবসায় মনোনিবেশ হওয়ায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান প্রধান অতিথিসহ অন্যান্যরা।

Facebook Comments Box
Share: