নিজস্ব প্রতিবেদকঃ আমিরাতে কর্মরত সকল গৃহকর্মী ও পঞ্চাশোর্ধ নাগরিকদের দ্রুত করোনা টেস্ট করার নির্দেশ দিয়েছেন আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
তিনি আজ আজ কর্তৃপক্ষকে একটি জরুরি নির্দেশনার মাধ্যমে জানিয়েছেন রাষ্ট্রের সকল নাগরিক, যেকোনো দেশের প্রবাসী অসুস্থ গর্ভবতী মহিলা, পঞ্চাশোর্ধ ব্যক্তি ও সকল গৃহকর্মীদের বিনামূল্যে দ্রুত সময়ের মধ্যে করোনা টেস্ট করতে হবে। এই নির্দেশনা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।
সংযুক্ত আরব আমিরাত এ পর্যন্ত ১.৩ মিলিয়নেরও বেশি করোনা টেস্ট করেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে প্রতি ১০ জনের একজনকে টেস্ট করা হয়েছে।
Drop your comments: