বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতে ৪ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (১১ জুলাই) দেশটির ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসার্স স্থানীয় গণমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঈদুল আজহা উপলক্ষে ছুটি ঘোষণা করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ জুলাই আরাফাতের দিন থেকে ২২ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকবে। পরের দিন শুক্রবার ও সরকারি প্রতিষ্ঠানে শনিবার বন্ধ থাকবে।
করোনাভাইরাসের কারণে ঈদের ছুটিতে জনসমাগম নিষিদ্ধ রয়েছে। সবাইকে করোনার বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
Drop your comments: