সংযুক্ত আরব আমিরাতে আগামী বৃহস্পতিবার (১ ডিসেম্বর) শহীদ দিবস ও শুক্রবার (২ ডিসেম্বর) ৫১তম স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে দেশটির রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস দুইদিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) দূতাবাস-কনস্যুলেট জেনারেলের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুবাই কনস্যুলেটের দূতালয় প্রধান মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, ছুটি থাকলেও এদিন দূতাবাস ও কনস্যুলেটের জরুরি সেবা কার্যক্রম চলবে।
এদিকে ৫১তম জাতীয় দিবস উপলক্ষে আমিরাতের সব সরকারি প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটিসহ চারদিন বন্ধ থাকবে। দেশটির সরকার এই ছুটির ঘোষণা দিয়েছে।
Drop your comments: