March 29, 2024, 6:03 pm

জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

  • Last update: Friday, November 25, 2022

ফিরোজ শাহ,জামালপুরঃ ‘সবার সাথে ঐক্য গড়ি, নারী শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংঘ ও ইউএনএফপিএ এর সহযোগিতায় মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন্নাহার।

জামালপুর জেলা শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন পরিচালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, জেন্ডার প্রকল্পের ব্যবস্থাপক অপূর্ব চক্রবর্ত্তী, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, জামালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর সাইদা আক্তার, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক হাফিজা খানম, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সদস্য তারিকুল ফেরদৌস, নারীনেত্রী মহসিনা আক্তার প্রমুখ।

মানববন্ধনে উন্নয়ন সংঘ, ব্র্যাক, তরঙ্গ মহিলা সংস্থা, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট, নারীপক্ষসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার দুই শতাধীক প্রতিনিধি অংশ নেন।

আলোচনার শুরুতেই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সামনে রেখে জাতীয় সংসদ ও সরকারের কাছে বিভিন্ন দাবী সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম।

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পক্ষকালে ইউএনএফপিএ এর সহযোগিতায় উন্নয়ন সংঘ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে বলে মানববন্ধনে ঘোষণা

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC