এবার আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস প্লেয়ার সানিয়া মির্জা। স্বামী-স্ত্রী দুজনকে একসঙ্গে গোল্ডেন ভিসা দিয়ে সম্মানিত করলো আমিরাত।
প্রসঙ্গত, ২০১৯ সালে দীর্ঘমেয়াদী রেসিডেন্ট ভিসার নতুন নিয়ম চালু করেছিল আমিরাত প্রশাসন। সেই নিয়মের আওতায় আমিরাতে বিদেশিরা থাকতে পারবেন, পড়াশোনা বা কাজ করতে পারবেন, নিজস্ব কোম্পানি খুলে ব্যবসাও করতে পারবেন। পাঁচ বা দশ বছরের জন্য এই ভিসা দেওয়া হয়।
তারপরে তার মেয়াদ নিজে থেকেই পুনর্নবীকরণ হয়ে যায়। ছাত্র-শিক্ষাক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা দশ বছরের গোল্ডেন ভিসা পাবেন।
ইতোমধ্যে কয়েক হাজার ব্যক্তিকে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে।
Drop your comments: