April 20, 2024, 3:50 pm
সর্বশেষ:
রামপালে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বাংলাদেশ-ইউএই কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে সম্পর্ক আরও বৈচিত্র্যময় করার আহ্বান গোয়েন্দা পুলিশের অভিযানে ১৩ জুয়াড়িকে আটক মিয়ানমার থেকে আরও ১৩ বিজিবি সদস্য বাংলাদেশে বান্দরবানের রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি: ১৭ নারীসহ ৫২ জন রিমান্ডে মোরেলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ উদযাপন শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী কালামের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত আমিরাতে কানাইঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ঈদ পুর্নমিলনী

মেহেরপুরে দেখা মিললো ‘আর্জেন্টিনা বাড়ি’

  • Last update: Thursday, July 15, 2021

ফুটবল উন্মাদনায় সব সময়ই মেতে থাকেন ভক্ত সমর্থকরা। বিশেষ করে বিশ্বকাপ বা ইউরো-কোপার মত বড় আসর আসলেই মেতে ওঠেন সবাই। প্রিয় দলের পতাকার আদলে এবার নিজের বাড়ি রঙ করে সাড়া ফেলেছেন মেহেরপুরের আর্জেন্টাইন এক সমর্থক। এলাকায় যা পরিচিতি পেয়েছে আর্জেন্টিনা বাড়ি নামে।

ছোট বেলায় ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার প্রেমে পড়ে যান মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের হাফিজুর রহমান। এরপর থেকে মনে প্রাণে আর্জেন্টিনা দল সর্মথন করে আসছেন। চলতি কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলকে শুধু সর্মথন নয়, তার নিজ ৩ তলা বাড়িটির ২য় তলা পর্যন্ত আর্জেন্টিনা পতাকার আদলে রঙ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।

বর্তমানে লিওলেন মেসির খেলা দেখে তিনি মুগ্ধ। এবার আর্জেন্টিনা দল ২৮ বছর পর শিরোপা জেতায় সামনের বছরে পুরো বাড়িটি আর্জেন্টিনার পতাকায় পরিণত করার আশার কথা জানান তিনি।

হাফিজুর রহমান বলেন, কাতার বিশ্বকাপের সময় অবশ্যই আমি পুরো বাড়ি রঙ করার কাজটা সম্পন্ন করে ফেলবো।

আর্জেন্টিনা দলকে ভালবেসে শুধু বাড়ি রঙ নয়, আর্জেন্টিনার খেলার দিন এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে বড় পর্দায় খেলা দেখান তিনি। প্রতিদিনই তার আর্জেন্টিনা বাড়ি দেখতে আশপাশের এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন। এবার করোনা মহামারির কারণে বড় পর্দায় খেলা দেখাতে পারেননি তিনি।

আর্জেন্টিনা সমর্থক হাফিজুর রহমান আরও বলেন, আমরা আর্জেন্টিনার সমর্থক হলেও আমরা বাংলাদেশি। এটাই আমাদের মূল পরিচয়। বাংলাদেশ হয়তো এখন বিশ্বকাপ খেলতে পারছে না। কিন্তু আমরা আশা করেই যাবো যে, বাংলাদেশ একদিন অবশ্যই বিশ্বকাপ খেলবে।

এদিকে আর্জেন্টিনার খেলা দেখে মুগ্ধ ভক্তরা। তাই ৩ মাস আর্জেন্টিনার জার্সি পরে থাকার কথা জানান তারা। এমনই এক আর্জেন্টিনা সমর্থক যমুনা টিভিকে বলেন, সব সময় মেসির জার্সি পরে আমরা ঘোরাফেরা করি। সামনের তিন মাস আমরা এভাবেই থাকবো। আমরা মেসিকে ভালোবাসি।

এলাকায় পিছিয়ে নেই ব্রাজিল সমর্থকরাও। হেরে যাওয়া মানে এখানেই শেষ নয়, সামনের দিনে ব্রাজিল বিশ্বকাপ জিতবে এমনটাই আশা ব্রাজিল ভক্তদের।

এক ব্রাজিল ভক্ত বলেন, আর্জেন্টিনার সমর্থকেরা তাদের সেভেন আপ সেভেন আপ বলে মশকরা করছে। তবে এবার হারলেও সামনের বছর বিশ্বকাপ জেতার ব্যাপারে আমরা আশাবাদী। যখন জিতবো, তখন আমরাও অনেক কিছু বলবো।

দলের বড় বড় খেলোয়াড়দের উৎসাহ এবং বাংলাদেশের ভক্তদের দৃষ্টি আকর্ষণের জন্যই এই বাড়ির নাম দেয়া হয়েছে আর্জেন্টিনা বাড়ি।

হাফিজুর রহমান এ ব্যাপারে বলেন, বাংলাদেশে যে আর্জেন্টিনার এতো সমর্থক আছে তা যেন মেসি, ডি মারিয়ার মতো খেলোয়াড়রা জানতে পারেন সেজন্যই বাড়ির নামটা আর্জেন্টিনা বাড়ি রাখা হয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC