সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অনুমোদন করা করোনাভাইরাসের টিকা দেশটির বাইরে গ্রহণ করে দেশটি ভ্রমণে ইচ্ছুকদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির পরিচয় ও নাগরিকত্ব কর্তৃপক্ষ ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) এর ওয়েবসাইটে এসব নির্দেশনা রয়েছে।
আইসিএ’র অনলাইন পেজে দেশটির অনুমোদন করা টিকার তালিকা দেওয়া রয়েছে। এগুলো হলো সিনোফার্ম, ফাইজার-বায়োএনটেক, স্পুটনিক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন, মডার্না এবং জামালিকা (স্পুটনিক ভি) ভ্যাকসিন।
এছাড়া আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে দেশটি ভ্রমণ ইচ্ছুকদের টিকা গ্রহণের সার্টিফিকেটে বেশ কিছু তথ্য প্রদর্শিত থাকতে হবে। সেগুলো হলো ব্যক্তিগত তথ্য সার্টিফিকেটে উল্লেখ থাকবে। এছাড়া কোন টিকা কোন তারিখে নেওয়া হয়েছে তাও সার্টিফিকেটে উল্লেখ থাকতে হবে। এছাড়া সার্টিফিকেটে থাকা কিউআর কোডটি কার্যকর হতে হবে। আর টিকা গ্রহণের সার্টিফিকেটে কিউআর কোড না থাকলে বিদেশিদের আবেদনপত্রটি আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন করা থাকতে হবে।
আইসিএ’র ওয়েব সাইটে বলা হয়েছে, আবেদনটি পর্যালোচনার পর তা বাতিল করার কিংবা অতিরিক্ত কোনও কিছু আরোপের ক্ষমতা সংরক্ষণ করবে মেডিক্যাল কমিটি।’ যেকোনও আবেদন পর্যালোচনার পর সিদ্ধান্ত জানাতে মেডিক্যাল কমিটির গড়ে পাঁচ কর্মদিবস লাগতে পারে।