নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দূর্ঘটনা ও গাড়ি চলাচলে বিশৃঙ্খলা এড়াতে ট্রাফিক পুলিশ অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল ১৬ আগস্ট আবুধাবি ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে জরিমানার পরিবর্তে ফুল দেওয়া হয়েছে। ফুলের সঙ্গে সতর্কতামূলক একটি লিফলেট দিয়েছে রাজধানীর ট্রাফিক পুলিশরা। নিজের জীবনের নিরাপত্তার পাশাপাশি অন্য যাত্রীর নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এদিকে আবুধাবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আল আইন ট্রাফিক পুলিশ একই ব্যবস্থা নিয়েছে। আল আইন ট্রাফিকের ডেপুটি ডাইরেক্টর লেফটেন্যান্ট কর্নেল সাইফ মোহাম্মদ আল আমেরি জানান, এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা। অযথা হর্ন বাজানো বা অন্য গাড়ির প্রতি অসম্মান প্রদর্শনসহ বেশ কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
আবুধাবি ও আল আইন ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমিরাতের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা।