সনজিত কুমার শীল, আবুধাবিঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী মুসাফফার ১৩ নাম্বার সানাইয়ায় চট্টগ্রাম ফুডস্টাফ ট্রেডিং এলএলসি নামে একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ আগস্ট) উক্ত প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্বত্বাধিকারী আজিজুল করিম বাপ্পি। আজিজুর রহমান বাপ্পির মালিকানাধীন আমিরাতের আজমানে একটি বাকালা ও দুবাইতে আজিজ ডকুমেন্ট ক্লিয়ারিং নামে আরও দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলীম উল্লাহ, মোফাচ্ছেল হোসেন, মোহাম্মদ হোসেন, শাহ আলম কাজল, বদিউল আলম ,
মোহাম্মদ মিজান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাহেদুল আলম, নাজমুল ফারুক সুমন, এস এম আরাফাত, মোঃ কামরুল, মোহাম্মদ হাসান, মোহাম্মদ শাহজাহান, রাশেদ, মামুন ,মুসা ও ইমন সহ আরো অনেকে।
সংযুক্ত আরব আমিরাতে করোনা মহামারি কাটিয়ে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা আবারও ঘুরে দারাতে শুরু করেছেন। ইতি মধ্যে আমিরাতের বিভিন্ন প্রদেশে আবার গড়ে উঠতে শুরু করেছে বাংলাদেশীদের বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। করোনা মহামারি কাটিয়ে আবার আগের মত ব্যবসায় ফিরে আসতে চান। দেশীয় পন্য প্রবাসীদের কাছে পৌছে দিতেই এই প্রতিষ্ঠান।
ব্যবসায়ীরা বাংলাদেশি নানা জাতীয় মাছ ,ফল-ফলাদি ও শাকসবজি সুলভ মুল্যে ক্রেতাদের হাতে পৌছে দিতে আগ্রহ প্রকাশ করেন। সেই সাথে বাংলাদেশিদের বিশেষ ছাড়ে সকল পণ্য দেয়ার কথা জানান প্রতিষ্ঠানের মালিক আজিজুল করিম বাপ্পি। দোকান উদ্বোধন এবং মোনাজাত করেন মাওলানা হাবিবুল্লাহ।