করোনা মহামারীর সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনে আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, করোনা সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের আওতায় বিমান বাংলাদেশ আগামী ১ থেকে ৭ই জুলাই পর্যন্ত সব অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল ঘোষণা করছে।
তবে শুধু আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনে এই তিন গন্তব্যে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে।
এতে আরও জানানো হয়, এই ফ্লাইটগুলোতে শুধু বিমানের টিকেটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরাই ভ্রমণের সুযোগ পাবেন।
Drop your comments: