আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গড়ে উঠেছে অবৈধ ইটের ভাটা, বেপরোয়া ইটের ভাটার মালিক সবেক ইউপি সদস্য মনির হোসেন। ইটের ভাটায় জন্য, কৃষি ফসিল জমি হতে রাতের আঁধারে জোরপূর্বক মাটি কেটে নিচ্ছে । জোরপূর্বক দখল করে নিয়েছে অনেকের জমি। গত ৬ ই নভেম্বর আড়াইহাজারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক ইট ভাটা মালিকে ১ লক্ষ টাকা জরিমানা করেন ও ইটভাটা বন্ধ রাখার নির্দেশনা দেন। গত ১১ নভেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় সরজমিনে গেলে দেখাযায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিষেধাজ্ঞা অমান্য করে , ইটের ভাটায় কাজ চলমান আছে। উক্ত বিষয়ে আড়াইহাজার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাজুল হক ডালিম বলেন, ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স এই বছর সে রেনু করা নাই। তার ইটের ভাটা বন্ধ রাখার নির্দেশনা শুনেছি, কিভাবে চালাচ্ছে আমি বলতে পারি না।
উক্ত বিষয়, উপজেলা নির্বাহী অফিসার, ইশতিয়াক আহাম্মেদ বলেন, অনিয়ম হলে, উক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইট ভাটার মালিক, সাবেক ইউপি সদস্য মনির হোসেন মোঠফোনে বলেন, সারা বাংলাদেশ ইটের ভাটা অবৈধ, সেগুলো চলে আমারটাও চলবে, ডিসি সাহেব এর সাথে কথা বলে ইটের ভাটায় কাজ চালু রেখেছি। একবার জরিমানা করেছে ১লক্ষ টাকা দিয়েছি, আবার জরিমানা করলে আবার দিবো। ইট ভাটা কাজ চলবে বুঝতে পারছেন।
ইটের ভাটার বিষয়ে স্থানীয় কৃষক, কামাল হোসেন(৫৫) কাশেম (৪৩), হাজী কাজেম আলী (৮০) গং সাংবাদিকদের বলেন, আড়াইহাজার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনির হোসেন (৪০), ও তার সহযোগী, রহিম (৩৫), সেলিম (৪৫), আলম(৪৬), মাইনউদ্দিন (৩০) সকলে মিলে ইটের ভাটার আশেপাশে জমি জোর পূর্বক দখল, রাতের আঁধারে জোরপূর্বক কৃষি জমি হতে মাটি কাটে নিয়ে যায়। স্থানীয় এলাকায় বাসিন্দা যদি বাঁধা দেয়, তার উপরে হামলা চালায়, মারধোর করে।
প্রায় দুই হাজার বিঘা কৃষি জমি ফসল উৎপাদন ইটের ভাটায় জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের স্থানীয় কৃষকদের সকলের দ্বাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে, অচিরে ইট ভাটা বন্ধ করে দেয়া হোক। অবৈধ ইটের ভাটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।