সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আড়াইহাজারে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পাঁচ মনোনয়ন প্রার্থী—ওপরের সারিতে আলহাজ্ব সুন্দর আলী, মেহের আলী মোল্লা, মোজ্জামেল হক জুয়েল, নিচের সারিতে থেকে ইকবাল হোসেন মোল্লা ও মামুন আর-রশিদ।
নারায়ণগঞ্জ আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী পাঁচজন। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ঢাকা থেকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে । বোর্ড মনোনীত প্রার্থীই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এ অবস্থায় আড়াইহাজার পৌর এলাকায় চায়ের টেবিলে আলোচনা সরগরম—কে হচ্ছেন নৌকার মাঝি!
আগামী ১২ই জুন এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে । মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ মে । যে পাঁচজন দলের কাছে মনোনয়ন চেয়েছেন, তাঁরা হলেন— নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান মেয়র সুন্দর আলী, আড়াইহাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মেহের আলী মোল্লা, আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক জুয়েল, আড়াইহাজার উপজেলা যুবলীগের সহ -সভাপতি ও আড়াইহাজার পৌরসভার যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মোল্লা, আড়াইহাজার উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ। নারায়ণগঞ্জ আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী পাচঁজন। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ঢাকা থেকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে আগামী ২৬ শে মে ২০২৩ শুক্রবার। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ সভাপতি নারায়ণগঞ্জ -২ আসনের সাংসদ সদস্য নজরুল ইসলাম (বাবু) নেতৃত্বে সকল প্রার্থীরা নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী।