নিজস্ব প্রতিবেদকঃ আমিরাতে মহামারীর বিপর্যয় কেটে ঘুরে দাঁড়াচ্ছে প্রবাসীরা। পুরনো ব্যবসার পাশাপাশি নতুন নতুন ব্যবসা শুরু করেছেন।
সেই ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) প্রবাসীদের আজমানে বাংলাদেশি মালিকানাধীন আল বাহার রেষ্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্টানটি উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল ইসলাম।
রেস্টুরেন্টের উদ্বোধনে আগত অতিথিরা বলেন, ‘সাফল্য অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হয়, আর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে নিরলস পরিশ্রম করতে হয়। আর তারই পরিশ্রমের সাফল্য এই আল বাহার রেষ্টুরেন্ট।’
এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, প্রতিষ্টানটির ব্যবস্থাপনা পরিচালক শাহাজাহন সুমন, স্পন্সর মনসুর শফিক, বাংলাদেশ বিজনেজ কাউন্সিল দুবাইয়ের সিনিয়ার সহ-সভাপতি আয়উব আলী বাবুল, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ, বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহবায়ক অধ্যাপক আব্দুস সবুর ও মীর আহম্মেদ সহ আরো অনেকে। অনুষ্টানে আগত অতিথিরা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।