বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজার প্রাঙ্গনে মীরগঞ্জ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আগামীকাল তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামীকাল ১৪ (জানুয়ারি) বৃহস্পতিবারের মাহফিল দুপুর ২ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত চলবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্বারি আব্দুল্লাহ আল আমিন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
ওয়াজ মাহফিলের প্রস্তুতি সম্পর্কে মাহফিলের সভাপতি জিয়া জানান, “ইতোমধ্যে মাহফিলের প্রাঙ্গন প্রস্তুত ও অতিথিদের আগমন নিশ্চিত করা হয়েছে। মাহফিল সফল করতে এলাকার মুরব্বিয়ানদের পাশাপাশি পরিষদের শতাধিক স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন।” তিনি আরও জানান, “আমাদের এই পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক। আশাকরি আগামীকালের মাহফিল অত্র এলাকার সবচেয়ে সফল ও সুন্দর মাহফিল হবে।”