ঢাকার কেরাণীগঞ্জ থেকে নায়িকা রাইমা ইসলাম শিমুর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার (১৭ জানুয়ারি)।
এই অভিনয় শিল্পী নিখোঁজ মর্মে রোববার (১৬ জানুয়ারি) রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন শিমুর স্বামী৷
নিহতের ছোট বোন ফাতেমা নিশা বলেছেন, রোববার থেকেই আপুকে পাওয়া যাচ্ছিল না। আমরা থানায় জিডি করেছি। কিছুক্ষণ আগে পিবিআই ফোন করে জানায়, শিমুর মরদেহ উদ্ধার হয়েছে৷
ঢাকার মিটফোর্ড হাসপাতালে শিমুর মরদেহ রাখা হয়েছে, পিবিআই এর কাছ থেকে তা জেনেছেন বলেও উল্লেখ করেন ফাতেমা নিশা ৷ তিনি আরও বলেন, বোনকে কেন, কারা খুন করল আমরা কিছুই জানি না। এর বিচারও দাবি করেছেন তিনি।
Drop your comments: