আব্দুল্লাহ আল শাহীন,ইউএইঃ বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রী প্রবেশের নিষেধাজ্ঞা থাকায় দেশে আটকা পড়া প্রবাসীরা পড়েছেন বিপাকে। এরই মধ্যে অনেকের ভিসার মেয়াদ চলে গেছে।
গতকাল দুবাইয়ে ‘বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের পঞ্চাশ বছর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর দেশে আটকা পড়া প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, “আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, যাদের রেসিডেন্স ভিসা ছয় মাস পর্যন্ত আছে তারা আমিরাতে আসতে পারবে। যারা ৬ মাসের বেশি সময় থেকে দেশে অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে আইসিআর (ইমিগ্রেশন সিটিজেন অথরিটি) মাধ্যমে অনলাইনে গ্রিন সিগন্যাল দিলে তারা আসতে পারবে।”
এসময় তিনি প্রবাসীদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা সরকার করছে বলেও জানান।