জাতীয়তাবাদ দল বিএনপি ও জামায়াতে ইসলামীর এক দফা দাবি আদায়ের দেশব্যাপী অবরোধ কর্মসূচির বিরুদ্ধে শান্তি মিছিল করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দলটির নেতাকর্মীরা অবরোধ বিরোধী মিছিলটি করেন।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের নেতৃত্বে মহাসড়কের শিমরাইল মোড় থেকে মৌচাক বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলে মিছিলে বিভিন্ন বিএনপি-জামায়াত বিরোধী স্লোগান দেওয়া হয়।
অবরোধ বিরোধী শান্তি মিছিলে নেতাকর্মীরা স্লোগানে বলেন, আমরা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সর্বদা বিএনপির নৈরাজ্য মোকাবেলায় প্রস্তুত রয়েছি। বিএনপি-জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য একে এম শামীম ওসমানের নির্দেশনায় সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করছেন। রাজপথে থেকেই দেশ বিরোধীদের নৈরাজ্য মোকাবিলা করা ঘোষণাও দেন তারা।