সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী নারী কর্মীদের সম্মানে বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শারজায় ইফতার পরবর্তী মতবিনিময় সভায় অংশ নিয়ে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, ‘দেশের ন্যায় বিদেশের মাটিতেও বাংলাদেশের নারীরা পিছিয়ে নেই৷ আমিরাতে নারী কর্মীরা অত্যন্ত দক্ষতার সাথে নিজ নিজ কাজ করে যাচ্ছেন৷ বাংলাদেশ কনস্যুলেট অগ্রাধিকারের ভিত্তিতে সব সময় নারী কর্মীদের পাশে আছে।’
তিনি বলেন, ‘আমিরাতের আইন কানুন মেনে সঠিকভাবে নিজের কাজ চালিয়ে যেতে হবে। এখানে কোনোরকম সমস্যা হলে আপনারা কনস্যুলেটের সহযোগিতা নিতে একটুও পিছপা হবেন না৷ মিশনের কাজই হলো আপনাদের সেবা প্রদান করা।’
কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ারের সঞ্চালনায় বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন তার দিকনির্দেশনামূলক আলোচনায় নারী কর্মীদের বিভিন্ন পরামর্শ দেন৷ বিশেষ করে আরব আমিরাতে কোন কাজের জন্য কোন অফিসে যেতে হয়৷ এসব বিস্তারিত তুলে ধরেন।
চার শতাধিক নারীদের উপস্থিতিতে অনেক নারী কর্মী তাদের মতামত ব্যক্ত করেন৷ এসময় তারা বলেন, বিভিন্ন এলাকায় এরকম মতবিনিময় সভা মাসে অন্তত একটি হলেও আয়োজন করলে ভালো হবে৷ এতে করে নারী কর্মীরা দিকনির্দেশনা পাবে।
আবিদা হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন, নিপা তাসনিম, নুরুন নাহার হুদা, ইয়াসমিন মেরুনা, ড. জিনাথ রেজা খানসহ নারী উদ্যোক্তা ও পেশাজীবি নারীরা৷
ইফতার মাহফিল ও মতবিনিময় সভা থেকে আগত সকল নারী কর্মীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতারা৷