লকডাউন এখন তামাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকারের অযোগ্যতার কারণে লকডাউন অকার্যকর হয়ে পড়েছে।
রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
দেশের সর্বত্র লুটপাটের মহোৎসব চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ না নিলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। জাতিকে বিভক্ত করে দেশের স্বাধীনতার মূল লক্ষ্যকে বিনষ্ট করা হয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ ঘোরতর অমানিশায় নিমজ্জিত। এছাড়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন মির্জা ফখরুল।
Drop your comments: