শ্যামা সুন্দরী ও কেডি ক্যানেল সংস্কার ছাড়াও স্বাস্থ্য ও যোগাযোগ উন্নয়নখাতে বিশেষ বরাদ্দ রেখে ২০২০-২০২১ অর্থ বছরে ৮৮৯ কোটি ৫৫ লাখ ৩ হাজার ৫৫৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে রংপুর সিটি করপোরেশন। যা গত অর্থ বছরের চেয়ে ১২৪ কোটি টাকা কম।
রোববার দুপুরে সিটি করপোরেশনের মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, বাজেটের ৯৫ ভাগ এচিভ করাই তার লক্ষ্য। নগরীর ডিসির মোড় থেকে মর্ডান মোড় পর্যন্ত দৃষ্টিনন্দন আধুনিকমানের বঙ্গবন্ধু সড়ক নির্মাণের বরাদ্দও ধরা হয়েছে বাজেটে।
এছাড়াও ৬ মাসের মধ্যেই নগরীর যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে বলেও জানান মেয়র। এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, প্যানেল মেয়র মাহমুদার রহমান টিটুসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতির কারণে গত অর্থ বছরে ৭৬ ভাগ বাজেটের অর্থ খরচ হয়েছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।