সিলেটের গোয়াইনঘাটে মসজিদের পুকুর থেকে মাওলানা আলাউদ্দিন (৪০) নামে এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
আলাউদ্দিন গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামে বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মক্তবের শিশুদের ছুটি দেন ইমাম আলাউদ্দিন। এ সময় মক্তবের দুই শিশু তার খাবার নিয়ে আসে। খাবার রেখে শিশুদের চলে যাওয়ার কথা বলে মসজিদের পুকুরে গোসল করতে নামেন তিনি। পরে মসজিদের পুকুর ঘাটে অন্যরা গোসল করতে এসে ঘাটে কাপড় দেখে সেগুলো কার তা খোঁজ করতে থাকেন। এ সময় পুকুরে আলাউদ্দিনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেন।
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।